Cvoice24.com

চবি ক্যাম্পাসে ফেরার দাবি: এবার চারুকলার মূল ফটকে তালা দিল শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩০, ১৬ নভেম্বর ২০২২
চবি ক্যাম্পাসে ফেরার দাবি: এবার চারুকলার মূল ফটকে তালা দিল শিক্ষার্থীরা

চবি ক্যাম্পাসে ফেরার দাবিতে চারুকলার মূল ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে টানা ১৫ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা। এতে ক্যাম্পাসে ঢুকতে পারেনি কোনো শিক্ষক বাস ও কর্মচারীরা। 

শিক্ষার্থীরা জানায়, প্রশাসন থেকে পরিষ্কার কোন সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।

এর আগে, গত ২ সেপ্টেম্বর থেকে ক্লাস বর্জন করে চারুকলার ইনস্টিটিউটের শ্রেণিকক্ষ সংস্কার, আবাসিক হলের ব্যবস্থাসহ ২২ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করলেও এখন মূল দাবি চারুকলাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করা।

চারুকলার চতুর্থ বর্ষের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, ‘আমরা আজ ১৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সাথে মিটিংয়ে বসেছে। কিন্তু কোন সমাধান দিতে পারেননি তারা। তাই আমাদের আন্দোলন চলমান থাকবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়