Cvoice24.com

মহেশখালীতে প্রবাসী ভাইকে ‘শ্রমিক’ বানিয়ে প্রকল্পের টাকা হাতিয়ে নিলেন ইউপি মেম্বার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ৮ আগস্ট ২০২২
মহেশখালীতে প্রবাসী ভাইকে ‘শ্রমিক’ বানিয়ে প্রকল্পের টাকা হাতিয়ে নিলেন ইউপি মেম্বার

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিউল আলম। কর্মসৃজন প্রকল্পে কাগজে-কলমে ‘শ্রমিক’ বানিয়েছিলেন তার সৌদি প্রবাসী ছোট ভাই মো. শাহজাহানকে। সৌদি প্রবাসী ভাইয়ের দেশে ব্যবহৃত সিম দিয়ে তুলে নিয়েছিলেন শ্রমিকের টাকাও। 

কর্মসৃজন প্রকল্পে এই মেম্বারের নয়ছয় ধরা পড়েছে দুদকের অভিযানে। 

সোমবার (৮ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের উপ-সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইনের নেতৃত্বে এবং উপ-সহকারী পরিচালক জনাব পার্থ চন্দ্র পাল এর সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে এমন নয়ছয়ের প্রমাণ পান।

দুদকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউপি সদস্য শফিউল আলমের ছোট ভাই গেল বছর থেকে সৌদি আরবে। অথচ ২০২২ সালের এপ্রিল, মে, জুন মাসে তাকে কর্ম সৃন প্রকল্পের শ্রমিক হিসেবে উপস্থিত দেখিয়ে তার ব্যবহৃত সিম ব্যবহার করে টাকা উত্তোলন করা হয়। অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট টিম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. জামাল হোসেনসহ আরও কয়েকজনের সাথে কথা বলে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্ৰহ করেছে। এই বিষয়ে এনফোর্সমেন্ট টিম শিগগিরই কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়