Cvoice24.com

কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৯, ৪ এপ্রিল ২০২৪
কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার লেমশীখালী ইউনিয়নের নয়াঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো— লেমশীখালীর নয়াঘোনা গ্রামের মো. দিদারের মেয়ে শাহিদা আক্তার (১১) ও ছেলে রাকিবুল হাসান (৬)।

বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য জালাল আহমদ বলেন, বাড়ির পাশে থাকা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করেন। 

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শোভন দাস বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: