এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২২
এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ 

ফল শোনার পর উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

২০২১ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯.৩৯ শতাংশ। করোনা পরিস্থিতির কারণে গত বছর অটোপাস থাকায় শতভাগ পাস ছিল। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১২ হাজার ১৪৩ জন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ ফলাফল ঘোষণা করেন।

নারায়ণ চন্দ্র নাথ বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার অংশ নেয় এক লাখেরও বেশি পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬২ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মোট ১৩ হাজার ৭২০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যা গতবারের তুলনায় বেশি পেয়েছে। 

এইচএসসির ফল প্রকাশ

এদিকে, পরীক্ষায় অংশ নেয়া ১১২টি কেন্দ্রে ২৬৭টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ১ হাজার ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৬ হাজার ৯২৯ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৯৪৫ জন। গতবারের মত এবারেও ছাত্রের চেয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি।

তবে সে তুলনায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় ২০ হাজার ৩৬০ জন। পাসের হার ৯২.২০ শতাংশ। 

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

অন্যদিকে,  মানবিক বিভাগের পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে তুলনামূলক বেড়েছে এবং ব্যবসায় শিক্ষা বিভাগে কমেছে। মানবিক বিভাগ থেকে অংশ নেয় ৪৪ হাজার ১৪৪ জন। পাসের ৮৮.৭৬ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে এবার অংশ নেয় ৩৬ হাজার ৫৮৯ জন এবং পাসের হার ৮৮.৫৮ শতাংশ। 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার মোট জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৭২০।  এর মধ্যে ছাত্র পেয়েছে ৬০৫০ জন। আর ছাত্রী ৭ হাজার  ৬৭০ জন। 

মোট পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪২ হাজার ৮৪০ জন। আর ছাত্রীর সংখ্যা ৪৬ হাজার ২২২ জন।

সর্বশেষ

পাঠকপ্রিয়