‘এমপি বানানোর প্রতিশ্রুতি দিয়ে নারীদের নিচে নামিয়ে আনে’

প্রকাশিত: ১৪:২৭, ১২ জানুয়ারি ২০১৯
‘এমপি বানানোর প্রতিশ্রুতি দিয়ে নারীদের নিচে নামিয়ে আনে’

নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন সরলতা কোমলতা দিয়ে। জন্মের পর থেকেই নারী শিশুকে বেড়ে উঠতে হয় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। ইলেকশান না দিয়ে সিলেকশান দিলে দেখা যায় নারীর সরলতার সুযোগ নেন কিছু অসভ্য নোংরা লোকজন।তোমাকে এমপি বানাবো চিন্তা করো না, আমি আছি তোমার পাশে’- এভাবে নানা প্রতিশ্রুতি দিয়ে নারীকে অনেক নিচে নামিয়ে আনে।

এসব বন্ধ হোক, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করব বিষয়টি বিবেচনা করার জন্য। ইলেকশান দিন, এতে করে আসল যোগ্যরাই উঠে আসবে কাউকে তখন তোয়াজ করতে হবে না, নারীরাও নষ্ট-ভ্রষ্ট হবে না

সামান্য সিটি কর্পোরেশেনের সংরক্ষিত আসনে নির্বাচন কত কষ্ট করে আমাদেরকে করতে হয় তা আল্লাহ জানেন। সেখানে একজন সাংসদ হবেন শুধু সিলেকশনে ? প্রাণ প্রিয় নেত্রী, আমার অনুরোধ বিবেচনা করুন। আশা করি আপনার প্রিয় দেশবাসীও খুশী হবে এরকম সিদ্ধান্তে ...

সৈয়দা কাশফিয়া নাহরিন দিশা ফেসবুক টাইম লাইন থেকে নেয়া

কাউন্সিলর (সংরক্ষিত), ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন

-সিভয়েস/এসএ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়