দুই ঘণ্টা সেবা দেবেন না চিকিৎসকরা, বিএমএর ঘোষণা

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৪, ১৮ এপ্রিল ২০২৪
দুই ঘণ্টা সেবা দেবেন না চিকিৎসকরা, বিএমএর ঘোষণা

চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখা। এছাড়া দিনব্যাপী সর্বাত্মক প্রাইভেট প্র্যাকটিস বন্ধেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি। আগামী রবিবার (২১ এপ্রিল) ও সোমবার (২২ এপ্রিল) এ  কর্মসূচি পালিত হবে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সামনে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন বিএমএর চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খান। এ সমাবেশে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও চট্টগ্রাম চিকিৎসক সমিতিসহ ৯ টির বেশি সংগঠন অংশ নেয়।

এ সময় বিএমএ নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন চিকিৎসকরা। একের পর এক চিকিৎসকের ওপর হামলা ঘটনা ঘটলেও উপযুক্ত বিচার না হওয়ার কারণে চিকিৎসকদের ওপর হামলা বেড়েই চলছে। সার্বিকভাবে চিকিৎসকরা কর্মক্ষেত্রে খুবই অনিরাপদ। চিকিৎসকদের সুরক্ষায় শক্তিশালী আইন থাকা দরকার। অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেপ্তার করে আইন আওতায় আনার দাবী জানাচ্ছি।

সমাবেশে বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক বলেন, ঘটনার ৫ দিন পর বিএমএ’র পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা অপেক্ষা করছিলাম সুষ্ঠু বিচার পাবো। কিন্তু কোনো অগ্রগতি না থাকায় আমাদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। দুটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।  

তিনি আরও বলেন, পটিয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি স্থানীয় এমপির পাশে দাঁড়িয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠান করছেন। অথচ পুলিশ বলছে অভিযুক্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের এমন ভূমিকা রহস্যজনক।  

এ সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা আক্তারসহ বিএমএ, স্বাচিপ নেতারা উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতালে দুঘর্টনায় আহত এক রোগীকে চিকিৎসা দিতে দেরি হওয়ার অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাশকে বেড়ধক মারধর করা হয়। এ ঘটনার দুইদির পর গত ১৪ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের এনআইসিইউতে থাকা নিউমোনিয়া আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুর উপর হামলা চালানো হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়