কুমিল্লার শাহজালাল বলীর শিষ্যরাই ফাইনালে

মিনহাজ মুহী ও রবিউল রবি, লালদীঘির মাঠ থেকে

প্রকাশিত: ১৭:৪০, ২৫ এপ্রিল ২০২৪
কুমিল্লার শাহজালাল বলীর শিষ্যরাই ফাইনালে

গতবারসহ মোট চার বারের চ্যাম্পিয়ন শাহজালাল বলী এবার ফাইনাল পর্যন্ত খেলতে পারেননি। তবে তিনি না পারলেও ঠিকই তাঁর দুই শিষ্য উঠে এসেছেন ফাইনালে। 

তারা হলেন, মো. রাসেল এবং বাঘা শরীফ। তাদের দুজনের গ্রামের বাড়ি কুমিল্লায়। দুজনই কুস্তির প্রশিক্ষণ নিয়েছেন চট্টগ্রামে বলীখেলার আসরের চারবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলীর কাছ থেকে।

চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে বিকেল সাড়ে ৪টার দিকে খেলা শুরু হয়। বলীখেলায় চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বলীরা খেলায় অংশ নেন। এর আগে বেলুন উড়িয়ে  বলীখেলার ১১৫ তম আসর উদ্বোধন করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উদ্বোধক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বলীখেলার স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়