ষড়যন্ত্র থেকে স্বেচ্ছাসেবক লীগকে সতর্ক থাকতে বললেন ড. হাছান মাহমুদ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০০, ১৯ জুন ২০২১
ষড়যন্ত্র থেকে স্বেচ্ছাসেবক লীগকে সতর্ক থাকতে বললেন ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘স্বেচ্ছাসেবক লীগ সব সময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। অসহায় কৃষকের বিনামূল্যে ধান কেটে দিয়েছে। করোনার সময় মানুষকে সাহায্য করেছে, যা ইতোমধ্যে দেশে আলোড়নের তৈরি করেছে। এখন সব ষড়যন্ত্র থেকে স্বেচ্ছাসেবক লীগকে সতর্ক থাকতে হবে।’ 

চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের প্রথম ভার্চুয়াল ত্রিবার্ষিক সম্মেলনে শনিবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মহামারি করোনা ভাইরাসের মধ্যেও মানুষের মাথাপিছু আয় বেড়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। এরপরও দেশের এক শ্রেণির মানুষ অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া দলে অনুপ্রবেশ ঠেকাতেও সতর্ক থাকতে হবে।’ 

বেলা ১১টার দিকে নগরের লালখান বাজার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়। সম্মেলন সফল ও সার্থক করার জন্য গঠন করা হয়েছে ৫০১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি। এছাড়া রয়েছে ১৪টি উপ-কমিটি। সম্মেলনে ২৫০ কাউন্সিলর ও ডেলিগেট করা হয়েছে আরও ২৫০ নেতাকর্মীকে।

সর্বশেষ

পাঠকপ্রিয়