সাতসকালে আনোয়ারার সড়কে ঝরলো অজ্ঞাত নারীর প্রাণ
সিভয়েস ডেস্ক
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার বাঁশখালী (পিএবি) সড়কের ঝিওরী মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্যে পুলিশ অজ্ঞাত ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল মাহমুদ বলেন, ভোরে কুয়াশাচ্ছন্ন সড়কে অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় ওই নারীর মাথা থেঁতলে গেছে। অতিরিক্ত রক্তকরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।