Cvoice24.com

বোয়ালখালীর উপজেলা চেয়ারম্যান আর নেই

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ২০ ডিসেম্বর ২০২২
বোয়ালখালীর উপজেলা চেয়ারম্যান আর নেই

বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম (৭০)

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার পর নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। 

তিনি জানান, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার অবস্থার অবনতি হলে বেশ কিছুদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা অবস্থায় আজ মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্সে করে তাকে বোয়ালখালীর গ্রামের বাড়িতে নিয়ে আনা হয়। সেখানে চিকিৎসকরা তার লাইফ সার্পোট সরিয়ে নিলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে  এবং দুপুর ২টায় সারোয়াতলী ইব্রাহীম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দাফন করা হবে বলে জানান ভাইস চেয়ারম্যান সেলিম।

বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম পঞ্চম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে বোয়ালখালী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ২৮ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়ে ছিলেন। ১৯৯৮ সালে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নিবার্চিত হয়েছিলেন।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। এক শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়