নির্বাচনী সহিংসতায় কলেজ ছাত্রের মৃত্যুতে আসামি অজ্ঞাত

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২১
নির্বাচনী সহিংসতায় কলেজ ছাত্রের মৃত্যুতে আসামি অজ্ঞাত

নিহত হাবিব

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে গোলাগুলিতে হাবিবুল ইসলাম (১৮) নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নিহত হাবিবের মা ছখিনা খাতুন বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার।

গত ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভার নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনে দু’পক্ষের সংঘর্ষ চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হন হাবিব। ওইদিন গুলিবিদ্ধ অবস্থায় হাবিবকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার রাতে তার মৃত্যু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া বলেন, নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হাবিবের মৃত্যুর ঘটনায় গতকাল রাতে থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সিভয়েস/এএস
 

সর্বশেষ

পাঠকপ্রিয়