Cvoice24.com

সীতাকুণ্ডে হতদরিদ্রদের পাশে ‘স্বপ্নচূড়া ফাউন্ডেশন’

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ২২ এপ্রিল ২০২১
সীতাকুণ্ডে হতদরিদ্রদের পাশে ‘স্বপ্নচূড়া ফাউন্ডেশন’

‘সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী বিতরণ

সীতাকুণ্ড উপজেলায় পথশিশু, অসহায় নারী, প্রতিবন্ধী ও রিক্সা চলকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন’।

সামাজিক ও মানবিক সংগঠন সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক পথশিশু, অসহায় নারী, প্রতীবন্ধী ও রিক্সা চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার বড় দারোগারহাট থেকে বাঁশবাড়ীয়া এলাকায় অর্ধশতাধিক জনের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

সংগঠন প্রতিষ্ঠাতা ইমরান হোসেন বলেন, ‘আমরা সীতাকুণ্ডে পথশিশু-অসহায় নারীদের জন্য
কাজ করে যাচ্ছি। পাশাপাশি গরীব-অসহায় রোগীদেরও পাশে থেকে সামর্থ্য অনুযায়ী আর্থিক ও মানসিক সাপোর্ট দিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও দিয়ে যাবো। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম পুরোদমে শুরু না করলেও মানবিক ও সামাজিক কাজগুলো অব্যাহত রেখেছি।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সদস্য সঞ্জয় দাশ, জসিম উদ্দীন, আকবর হোসেন রিপন, রাসেল মাহমুদ, রেজাউল করিম, সায়মন, আয়েশা সিদ্দকী প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়