ঈদে নগরবাসীর জন্য সিএমপির 'সেবা ঘর'

প্রকাশিত: ১৫:৪৯, ৩১ জুলাই ২০২০
ঈদে নগরবাসীর জন্য সিএমপির 'সেবা ঘর'

ছবি : সিভয়েস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামবাসীর জন্য 'সেবা ঘর' নামে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ঈদের সময় যেকোন অভিযোগ জানানো যাবে এই সেবা ঘরে। চট্টগ্রামের কাজীর দেউড়ি এবং বিআরটিসি মোড়ে কোতোয়ালী থানার তত্ত্বাবধানে এই সেবা ঘর চালু করা হয়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ' ঈদে দূর দূরান্ত থেকে মানুষ আসে। তারা বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের সহযোগিতা চায়। তাই পুলিশ কমিশনারের নির্দেশে এই উদ্যোগ। '

তিনি জানান, প্রতিটি সেবা ঘরে বিশেষ মোবাইল টিম আছে। তারা যেকোন অভিযোগ তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করবেন। কোরবানি ঈদের সময় পশুর চামড়া নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে, এসব ঘটনার তাৎক্ষণিক একশন নেওয়া হবে এই সেবাঘর থেকে। এছাড়াও ছিনতাই, চুরি, তাৎক্ষণিক অন্যান্য সমস্যারও সমাধান মিলবে এই সেবা ঘর থেকে।

-সিভয়েস/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়