একদিনের শিশুর চিকিৎসায় ৬ মাসের মেয়াদোত্তীর্ণ স্যালাইন

প্রকাশিত: ১৯:০৬, ৩০ অক্টোবর ২০২০
একদিনের শিশুর চিকিৎসায় ৬ মাসের মেয়াদোত্তীর্ণ স্যালাইন

নগরীর পাঁচলাইশের একটি বেসরকারি হাসপাতালে একদিনের শিশুর চিকিৎসায় ৬ মাস পূর্বের মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে সিএসটিসি নামক বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী শিশুর মামা জুবায়েদ ইবনে খলিল। 

চিকিৎসায় অবহেলার এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি অভিযোগও করা হয়।

শিশুর মামা জুবায়েদ ইবনে খলিল সিভয়েসকে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে সিএসটিসি হাসপাতালে আমার বোন রুবায়েত শারমিনের একটি ছেলে সন্তান জন্ম নেয়। জন্ম নেয়ার পর থেকে বাচ্চার শরীর দুর্বল বলে জানান চিকিৎসক। সর্বশেষ বৃহস্পতিবার রাত ৯টায় বাচ্চার শরীরে একটি স্যালাইন পুশ করে নার্স। ২৪ ঘণ্টা পর আমার বোন খেয়াল করে যে তার বাচ্চার শরীরে যে স্যালাইনটি পুশ করা হয়েছে তার মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের এপ্রিল মাসে। বিষয়টি সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই এবং এনিয়ে পাঁচলাইশ থানায় একটি অভিযোগও করে বাচ্চার বাবা তানভীর নেওয়াজ।

এদিকে ঘটনাটি জানার পর ছুটে অাসেন হাসপাতাল ভবনটির মালিক নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি জানান, বিষয়টি জানার পরই হাসপাতালে এসেছি এবং শিশুর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেয়ার সত্যতা পেয়েছি। এরপর তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়