হালদায় ১২ হাজার মিটার ঘেরা জাল জব্দ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০২, ১৬ এপ্রিল ২০২২
হালদায় ১২ হাজার মিটার ঘেরা জাল জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক প্রজননকেন্দ্র হালদা নদীতে সাড়াশি অভিযান চালিয়ে ১২ হাজার মিটার ঘেরাজাল জব্দ ও একটি মাছের নৌাকা ধ্বংস করা হয়েছে। 

শনিবার (১৬ এপ্রিল) ভোরে হালদা নদীর হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্ট থেকে অভিযান শুরু হয়ে হালদা নদীর ফরহাদাবাদ অংশে সকাল ১০ টায় অভিযান শেষ হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম জানান, হালদা নদীর দুইপাড়ে হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার পয়েন্টে অভিযান চালিয়ে ২১ টি ঘেরাজালসহ একটি মাছ ধরার নৌকা ধ্বংস করা হয়েছে। হালদায় আসন্ন প্রজনন মৌসুমে মা মাছের নিরাপদ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সিভয়েস/এএ

সর্বশেষ

পাঠকপ্রিয়