Cvoice24.com

রাউজানে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে চিকিৎসক নিখোঁজ

রাউজান প্রতিনিধি 

প্রকাশিত: ১০:৩২, ২১ জুন ২০২২
রাউজানে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে চিকিৎসক নিখোঁজ

ডা. ইয়াকুব

চট্টগ্রামের রাউজানে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে মো. ইয়াকুব (৬৫) নামে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন। 

সোমবার (২০ জুন) বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার বেরুলিয়া খাল সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ ডা. ইয়াকুব ওই এলাকার হারুন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। 

স্থানীয় লোকজন জানিয়েছেন, সোমবার বিকেল ৪টা দিকে বন্যার পানিতে মাছ ধরার কথা বলে ডা. ইয়াকুব ঘর থেকে বের হন। সন্ধ্যায় পর্যন্ত বাড়ি ফিরে না আসায় খাল-বিলসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তার পরিবার। পরে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হলে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি সিভয়েসকে জানান, আমাদের স্টেশনে ডুবুরি দলের সদস্য নেই। আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দলের সদস্যদের এনে থাকায় মঙ্গলবার (২১ জুন) সকালে তল্লাশি চালানো হবে।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়