Cvoice24.com

রাউজানে ৩ মাসের সন্তান রেখে ফাঁসিতে ঝুলল মানসিক ভারসাম্যহীন মা 

রাউজান প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৪৩, ১৪ ডিসেম্বর ২০২২
রাউজানে ৩ মাসের সন্তান রেখে ফাঁসিতে ঝুলল মানসিক ভারসাম্যহীন মা 

প্রতীকী

নিচ তলায় কান্না করছে ৩ মাস বয়সী শিশু সন্তান। আর দোতলায় এক পরিত্যাক্ত ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছিলেন মা। মানসিক ভারসাম্যহীন নিহত সেই গৃহবধূর নাম তানজু আকতার (১৯)। 

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়ঠাকুর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বাচ্চার অনবরত কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা তার মা তানজু আকতারকে খুঁজতে গিয়ে বাড়ির দোতলায় তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানানো হলে তারা এসে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে। 

নিহত তানজু আকতার ওই এলাকার হাজী ইয়াকুব আলী চৌকিদার বাড়ির প্রবাসী সাজ্জাদ হোসেনের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের উনসত্তরপাড়া গ্রামের মোহাম্মদ মুছার মেয়ে তানজু আকতারের সঙ্গে পূর্বগুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়ঠাকুর পাড়া গ্রামের প্রয়াত আবুল হাশেম মিস্ত্রির ছেলে প্রবাসী সাজ্জাদ হোসেনের বিয়ে হয়। গত তিন মাস আগে তাদের কোলজুড়ে আসে এক ছেলে সন্তান। তিন মাসের ছেলে সন্তানকে নিচের তলায় রেখে দ্বিতীয় তলায় উঠে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, এক নারী আত্মহত্যা করেছে বলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তারা জানিয়েছে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তারপরও ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়