সাতকানিয়া পৌর এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ
সিভয়েস প্রতিবেদক

সাতকানিয়ায় জেলা প্রশাসনের অভিযানে উচ্ছেদকৃত দোকানপাট
সাতকানিয়া পৌরসভায় জেলা পরিষদের মালিকানাধীন দীঘির উত্তর পাড়ে অবৈধভাবে গড়ে উঠা ২৪টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, জেলা পরিষদের সার্ভেয়ার, থানার ওসি (তদন্ত) সুজন কুমার দে,
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন, জেলা পরিষদের মালিকানাধীন দীঘির উত্তর পাড়ের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ২৪টি দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে দখলকৃত প্রায় ৬ শতক জায়গা উদ্ধার হয়েছে, যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।