Cvoice24.com

প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০২১
প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিবাহের প্রস্তুতি চলছিলো। তবে অনুষ্ঠানের এতো তোড়জোড় থাকলেও প্রসাশনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পায় ওই ছাত্রী। 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিজ এলাকায় মেয়েটির বিয়ের আয়োজন করা হয়। 

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিলো। বিয়ের আগে স্থানীয়রা আমাকে জানালে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয় ওই এলাকার ইউপি সদস্যকে। পরে বর-কনের অবিভাবকের সঙ্গে আলাপ করে তাদের বিয়ে বন্ধ করার নির্দেশ দেয়া হয়। প্রাপ্ত বয়স্ক হবার পর তাদেরকে বিয়ে দেবার জন্য অবিভাবকদের পরামর্শ দেয়া হয়েছে বলে।’ এসময় তিনি বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেন।

-সিভয়েস/ওয়াইআর/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়