কক্সবাজার পুলিশের ৮ ওসিসহ ৩৪ পরিদর্শককে বদলি

প্রকাশিত: ১০:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২০
কক্সবাজার পুলিশের ৮ ওসিসহ ৩৪ পরিদর্শককে বদলি

মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের ঢেউ এখন উপচে পড়ছে কক্সবাজার জেলা পুলিশে। এসপিসহ ৮ সিনিয়র ৮ পুলিশ কর্মকর্তার বদলির পর এবার একযোগে জেলার ৮ থানার অফিসার ইনচার্জ, ওসি তদন্তসহ ৩৪ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।   

বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহা পরিদর্শক  (প্রশাসন) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়েছে। বদলিকৃতদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে দিতে হবে এবং ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে। সেদিন রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরে উপস্থিত হতে বলা হয়েছে। পুলিশ সদস্যদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে পুলিশের বিভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।

বদলিকৃতরা হলেন- উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জু সিলেট রেঞ্জে, মহেশখালী থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদৌস বরিশাল রেঞ্জে, ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার বরিশাল রেঞ্জে, চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান খুলনা রেঞ্জে,  রামু থানার ওসি মো. আবুল খায়ের রাজশাহী রেঞ্জে, পেকুয়া থানার ওসি মোহাম্মদ কামরুল আজম রংপুর রেঞ্জে, টেকনাফের ওসি (তদন্ত) এবিএমএস দোহা খুলনা রেঞ্জে, ডিএসবি’র ওসি (ডিআই-১) মো. আলী আরশাদ বরিশাল রেঞ্জে, কুতুবদিয়ার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী খুলনা রেঞ্জে, সদর থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা মো. মাসুম খান খুলনা রেঞ্জে, রোমেল বড়ুয়া সিআইডি ঢাকায়, মিজানুর রহমান সিআইডি ঢাকায়, মো. মঈন উদ্দিন বরিশাল রেঞ্জে, খোরশেদ আলম সিলেট রেঞ্জে, মো. একরামুল হক বরিশাল রেঞ্জে, মোহাম্মদ আমিরুল ইসলাম রংপুর রেঞ্জে, মানস বড়ুয়া ময়মনসিংহ রেঞ্জে, এসএম মিজানুর রহমান এসএমপি সিলেটে, এসএম আতিক উল্লাহ ঢাকা রেঞ্জে, মো. আবুল মনসুর বরিশাল রেঞ্জে, মোহাম্মদ ইয়াছিন এসএমপি সিলেট, মো. আনোয়ার হোসেন বরিশাল রেঞ্জে, মোহাম্মদ আরিফ ইকবাল রাজশাহী রেঞ্জে, মোহাম্মদ আসাদুজ্জামান রাজশাহী রেঞ্জে এবং শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ সিলেট রেঞ্জে, আমিনুল ইসলাম এসএমপি সিলেটে, প্রদীপ কুমার দাস (কোর্ট ইন্সপেক্টর) এসএমপি সিলেটে, মো. আনিছুর রহমান বরিশাল রেঞ্জে, মো. ফজলুল আলম বরিশাল রেঞ্জে, রূপল চন্দ্র দাস (বিপিএ, সারদায় সংযুক্ত) বরিশাল  রেঞ্জে, মো. বদরুল আলম তালুকদার সিলেট রেঞ্জে, মো. হাবিবুর রহমান খুলনা রেঞ্জে এবং টেকনাফ থানার রফিকুল ইসলাম খান বরিশার রেঞ্জে। 

মূলত গত ৩১ জুলাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের পর থেকে কক্সবাজার জেলা পুলিশে ব্যাপক রদবদল হচ্ছে। ইতোপূর্বে জেলা পুলিশ তথা বাংলাদেশের কোনও জেলায় এরকম একযোগে বদলির নজির নেই।

সিভয়েস প্রতিবেদক ও প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়