চট্টগ্রামে পৌঁছেছে রোহিঙ্গাদের আরেক দল

প্রকাশিত: ১৪:৫০, ২৮ ডিসেম্বর ২০২০
চট্টগ্রামে পৌঁছেছে রোহিঙ্গাদের আরেক দল

নোয়াখালীর ভাসানচরে নিতে কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে মিয়ানমারের বাস্তুচ্যুত ১ হাজার ২০০ জনের একটি বহর বাসে করে চট্টগ্রামের দিকে যাত্রা করেছে। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধায় পাওয়া তথ্য অনুযায়ী- এখন পর্যন্ত প্রায় ১২ টি বাসে করে প্রায় সাড়ে চারশ রোহিঙ্গা চট্টগ্রাম এসে পৌঁছেছেন। পতেঙ্গার বিএফ শাহীন কলেজের মাঠে তাদের রাতযাপনের ব্যবস্থা করা হয়েছে।

আগামীকাল সকাল ৯টার দিকে তাদের ভাসানচরে নেয়া হবে বলে জানা গেছে।

এর আগে সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে প্রথম পর্যায়ে রোহিঙ্গাদের বহনকারী ১৩টি এবং দ্বিতীয় ধাপে আরও ১৭টি বাস চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। বাসগুলোর সামনে ও পেছনে র‌্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা দেখা গেছে।

এর আগে প্রথম দফায় গত ৪ ডিসেম্বর কক্সবাজারের টেকনাফ ও উখিয়া আশ্রয়কেন্দ্র থেকে ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে ভাসানচর দ্বীপে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় একই আশ্রয়কেন্দ্র থেকে ৪২৭টি পরিবারকে ভাসানচরে নেওয়া হচ্ছে। ভাসানচরগামী এক হাজার ৭৭২ জন রোহিঙ্গার মধ্যে ১৩০ জন প্রথম দলে যাওয়া রোহিঙ্গাদের আত্মীয়স্বজন।

সিভয়েস/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়