জুনিয়র চেম্বার চট্টগ্রামের দায়িত্ব হস্তান্তর শুরু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১
জুনিয়র চেম্বার চট্টগ্রামের দায়িত্ব হস্তান্তর শুরু

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: সিভয়েস

বিশ্বব্যাপী কাজ করা তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটনের নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নগরের রেডিসন ব্লু হোটেলের মোহনা হলে চেইন হ্যান্ডওভারের (দায়িত্ব হস্তান্তরের) বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়।

এ অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি শাহিদুল মোস্তফা চৌধুরী মিজান নতুন কমিটির সভাপতি মো. টিপু সুলতান শিকদারের কাছে চেইন হ্যান্ডওভার (দায়িত্ব হস্তান্তর) করবেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। তরুণ উদ্যোক্তাদের পক্ষ থেকে মুখবন্ধ পাঠ (কি-নোট স্পিচ) করবেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি নিয়াজ মোরশেদ এলিট। সভাপতিত্ব করছেন জুনিয়র চেস্বার চট্টগ্রামের নব নির্বাচিত সভাপতি টিপু সুলতান সিকদার। 

এ অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্তিত আছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়