চট্টগ্রামের ল্যাবে রাশিয়ার জ্বালানি তেলের নমুনা, ফল মিলবে সাত দিনে 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৫, ১ সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রামের ল্যাবে রাশিয়ার জ্বালানি তেলের নমুনা, ফল মিলবে সাত দিনে 

রাশিয়া থেকে আনা ৫০ লিটার অপরিশোধিত জ্বালানি তেলের নমুনা রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে পাঠিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। তেলগুলোর আট ধরণের টেস্ট করা হবে। তাই নমুনা পরীক্ষার ফলাফল পেতে সাতদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নমুনা তেলগুলো ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমানের কাছে হস্তান্তর করা হয়। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাশিয়ান তেলে সালফারের পরিমাণ বেশি থাকায় তা পরিশোধন করতে হয়। এতে খরচ বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। তবুও নমুনা হিসেবে নিয়ে আসা ৫০ লিটার তেল পরীক্ষা-নিরীক্ষা করে খরচের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে মোহাম্মদ লোকমান সিভয়েসকে বলেন, রাশিয়ার একটি রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে তেল রপ্তানি করতে চায়। সে লক্ষ্যে জারুবেঝনেফ জেএসসির বাংলাদেশি এজেন্ট ন্যাশনাল ইলেকট্রিক বিডি লিমিটেডের প্রতিনিধিরা পাঁচটি জারে করে ৫০ লিটার ক্রুড ওয়েল আজ সকালে আমার কাছে দিয়ে গেছেন। এ তেলগুলো সাত থেকে আট ধরনের নমুনা পরীক্ষা করতে হবে। এজন্য আমাদের কমপক্ষে সাতদিন সময় লাগবে। এরপর বলা যাবে তেলগুলো আমদানি উপযোগী কিনা।   

এর আগে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জারুবেঝজনেফ জেএসসি তাদের অপরিশোধিত জ্বালানি তেলের নমুনা হিসেবে ৫০ লিটার তেল ঢাকায় পাঠায়। গত ২৪ আগস্ট এসব অপরিশোধিত তেলের নমুনা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে সেই নমুনা পৌঁছেছে চট্টগ্রামে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দাম বৃদ্ধির ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট দেখা দেয়। সংকটময় পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার চীন, ভারতসহ কয়েকটি দেশ তেল নিচ্ছে রাশিয়া থেকে। গত মে মাসে বাংলাদেশকেও অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব দেয় দেশটি। তবে রুশ তেল দেশে ব্যবহার-উপযোগী নয় বলে প্রথম দফায় তা নাকচ করে দেয় বাংলাদেশ। ল্যাবে পরীক্ষা করার পর আমদানির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়