গতবছর চমেক হাসপাতালের সেবা নিল ৯ লাখ রোগী

প্রকাশিত: ১৩:০০, ১৭ জানুয়ারি ২০১৯
গতবছর চমেক হাসপাতালের সেবা নিল ৯ লাখ রোগী

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত বছর (২০১৮) চিকিৎসা সেবা নিয়েছে ৯ লাখ ৬ হাজার ৪৪৭ জন। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করে ১০ হাজার ৯১৩ রোগী। হাসপাতালের ৪৭টি ওয়ার্ডে প্রতিদিন গড়ে ২ হাজার ৪৮৩ জন রোগী এ চিকিৎসা সেবা নেন। 

চমেক হাসপাতাল সূত্র জানায়, ২০১৮ সালের জানুয়ারি মাসে সেবা নিয়েছে ৭৯ হাজার ৬৫৩ জন, ফেব্রুয়ারি মাসে ৭৩ হাজার ৭৫৩ জন, মার্চ মাসে ৮৪ হাজার ৪০৩ জন, এপ্রিল মাসে ৮০ হাজার ৬৯০ জন, মে মাসে ৮০ হাজার ১৩৭ জন, জুন মাসে ৬৮ হাজার ৮১২ জন, জুলাই ৯০ হাজার ১৯৩ জন, আগস্ট মাসে ৮৩ হাজার ৪৬১ জন, সেপ্টেম্বর মাসে ৯২ হাজার ১৯ জন, অক্টোবর মাসে ৯২ হাজার ৭১৬ জন, নভেম্বর মাসে ৮৬ হাজার ৮৫৩ জন, ডিসেম্বর মাসে ৮৫ হাজার ৭৭১ জন।

এদের মধ্যে জানুয়ারি মাসে মারা যায় ৯৫৫ জন, ফেব্রুয়ারিতে ৮৯০ জন, মার্চে ৮৪৯ জন, এপ্রিলে ৮৬৯ জন, মে মাসে ৮২৫ জন, জুনে ৭৮৯ জন, জুলাইয়ে ৮৮৩ জন, আগস্টে ৯২৩ জন, সেপ্টেম্বরে ৮৫৯ জন, অক্টোবরে ৯৯০ জন, নভেম্বরে ৯৫৮ জন, ডিসেম্বরে ১ হাজার ১১৩ জন রোগী।

চমেক হাসপাতালে সেবা নিতে আসা নাজিম আহমেদ বলেন, দ্রুত সময়ে জরুরি সেবার জন্য চমেক হাসপাতালই শেষ ভরসা। আমি দ্রুত সময়ে ভাল চিকিৎসা পেয়েছি। 

চন্দনাইশ থেকে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা সেবা নিতে আসা রায়হান বলেন, সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলাম। প্রাথমিক চিকিৎসা পর দ্রুত সময় চমেক হাসপাতাল থেকে সেবা পেয়ে সুস্থ আছি।

চমেক হাসপাতাল উপ-পরিচালক আখতারুল ইসলাম সিভয়েসকে বলেন, হাসপাতালে রোগীর যতই চাপ থাকুক আমরা চিকিৎসা সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। লোকবলের সংকট থাকলেও জনগণকে চিকিৎসা সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠাকালে চমেক হাসপাতাল ছিল ৫০০ শয্যার একটি হাসপাতাল। বর্তমানে এটি ১৩১৩ শয্যার অনুমোদিত হাসপাতাল হলেও ৫০০ শয্যার জনবল দিয়েই চিকিৎসা সেবা চলছে বছরের পর বছর। 

-সিভয়েস/এমআইএম/এসএ/এমইউ

সিভয়েস প্রতিবেদক 

সর্বশেষ

পাঠকপ্রিয়