Cvoice24.com

৩০ বছর বয়সীরাও নিতে পারবেন করোনার টিকা

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২২:৪২, ১৯ জুলাই ২০২১
৩০ বছর বয়সীরাও নিতে পারবেন করোনার টিকা

করোনাভাইরাসের টিকা নেওয়ার বয়সসীমা ৩০ বছর করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

সোমবার তিনি জানান, টিকা নেওয়ার বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ৩০ বছরের ঊর্ধ্বে নাগরিকরা টিকার জন্য আবেদন করতে পারবেন।

শুরুতে বাংলাদেশে ৪০ বছর বা এর বেশি বয়সীরা টিকার জন্য নিবন্ধন করতে পারতেন। এরপর গত ৫ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৩৫ বছর হলেই আগ্রহীরা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

বয়স কমানোর নতুন সিদ্ধান্তের আগে এখন পর্যন্ত যাদের বয়স ৩৫ বছর বা এর বেশি, শুধু তারাই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারছেন। অন্যদিকে অগ্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা বয়সমীমার বাইরে।

মহামারী মোকাবিলায় সম্মুখসারির কর্মী, বেশ কিছু পেশাজীবী শ্রেণি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, প্রবাসী কর্মী এবং প্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা নির্ধারিত বয়সসীমার বাইরেও নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

দেশে গত ২৬ জানুয়ারি থেকে টিকার জন্য নিবন্ধন শুরু হয়।

ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের তিন কোটি ডোজের প্রথম চালান দেশে এলে গণটিকার নিবন্ধন শুরু হয় দেশে।

সর্বশেষ

পাঠকপ্রিয়