Cvoice24.com

ভোটকেন্দ্র ভাঙচুর করে রিমান্ডে বালি 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৩, ২৮ জানুয়ারি ২০২১
ভোটকেন্দ্র ভাঙচুর করে রিমান্ডে বালি 

আদালত পাড়ায় ডা. শাহাদাতসহ বিএনপি নেতাকর্মীদের উপস্থিত নেতাকর্মীদের স্লোগান।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নগরের পাথরঘাটা এলাকায় ভোটকেন্দ্র ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালিক ১ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এ আদেশ দেন।

এর আগে মোহাম্মদ ইসমাইল বালিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে কোতোয়ালী থানা পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ সিভয়েসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

২৭ জানুয়ারি নির্বাচন চলাকালিন সময়ে পাথরঘাটা এলাকার ভোটকেন্দ্রে হামলা ও ইভিএম মেশিন ভাংচুরের ঘটনা ঘটে। এঘটনায় গতকালই মোহাম্মদ ইসমাইল বালিকে আটক করে পুলিশ। পরবর্তীতে এ ঘটনায় মোহাম্মদ ইসমাইল বালিসহ ২৪ জনকে আসামি করে একটি মামলা করা হয়।

সিভয়েস/এসএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়