Cvoice24.com

মধ্যরাতে শীতার্তদের পাশে সিএমপির ট্রাফিক পুলিশ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫, ২৫ জানুয়ারি ২০২২
মধ্যরাতে শীতার্তদের পাশে সিএমপির ট্রাফিক পুলিশ

নগরের বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষদের শীতবস্ত্র বিতরণ করছেন সিএমপির ট্রাফিক পুলিশের সদস্যরা

মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে বেড়ে যায় শীতের তীব্রতা। এতে নিদারুণ ভোগান্তিতে ছিন্নমূল মানুষেরা। এসকল মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সিএমপির ট্রাফিক পুলিশের সদস্যরা। 

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগর ও নগরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষদের খুঁজে নিয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন এ পুলিশ সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন।  

জয়নুল আবেদীন বলেন, ‘গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে আমরা নগরের বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। পুলিশ কমিশনারের নির্দেশে আমরা অসহায় মানুষ খুঁজে বের করে শীতবস্ত্র বিতরণ করছি। নগরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র দেওয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে অন্য এলাকাগুলোতে বসবাসকারী অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষকেও শীতবস্ত্র বিতরণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ থেকে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়