পাথরঘাটায় উত্তেজনা, শান্ত করলো আইনশৃঙ্খলা বাহিনী
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ব্রিকফিল্ড রোডের কালীবাড়ি মন্দির সংলগ্ন জেলেপাড়া এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, জুম্মার নামাজের পরপর একদল লোক কালীবাড়ি মন্দিরের সামনে জড়ো হয়। খবর পেয়ে আরেকটি পক্ষের লোকজনও সেখানে জড়ো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে উভয়পক্ষকে শান্ত করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম সিভয়েস২৪’কে বলেন, ‘খবর পেয়ে আমিও ঘটনাস্থলে এসেছি। এখানে দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমরা এসে তাদের বুঝিয়ে শান্ত করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’
তিনি আরও বলেন, ‘কোনো ভাঙচুর বা কেউ আহত হয়নি। এছাড়া অন্য কোনো জায়গায় অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা তৎপর রয়েছি।’