৫ আগস্টের আগে খুলবে না কারখানা— সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ২৭ জুলাই ২০২১
৫ আগস্টের আগে খুলবে না কারখানা— সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে কোরবানির ঈদের পর থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে বন্ধ রয়েছে সব শিল্পকারখানা। আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত এ লকডাউন চলবে। এসময়ের মধ্যে শিল্পকারখানা খোলার অনুরোধ জানানো হলেও তা রাখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৭ জুলাই) করোনা পরিস্থিতি প্রসঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

শিল্পকারখানা খোলা সংক্রান্ত ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের আগে শিল্পকারখা খোলা যায় কি না সে বিষয়ে শিল্পপতিসহ অনেকেই সরকারকে অনুরোধ করেছেন। কিন্তু এই অনুরোধ সম্ভবত রাখতে পারছি না। 

গত ১৩ জুলাই দুপুরে বিধিনিষেধ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বিধিনিষেধে সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ থাকবে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়