Cvoice24.com

লিবিয়া থেকে দেশে ফিরলেন বন্দী ১৬২ বাংলাদেশি 

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ১২ মে ২০২২
লিবিয়া থেকে দেশে ফিরলেন বন্দী ১৬২ বাংলাদেশি 

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দী থাকা ১৬২ জন বাংলাদেশিকে অবশেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মে) সকাল ১১টায় তাদের বহনকারী প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এবং জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ সূত্র জানায়, ত্রিপলির বাংলাদেশ দূতাবাস ও আইওএম-এর যৌথ প্রচেষ্টায় তাদের দেশে ফেরত আনা হয়েছে। বর্তমানে তারা বিমানবন্দরেই আছেন। বিভিন্ন তথ্য সংগ্রহের পর বৃহস্পতিবারই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়