Cvoice24.com

ঈদে পানিপথেও মোটরসাইকেল বহন নিষিদ্ধ

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ৬ জুলাই ২০২২
ঈদে পানিপথেও মোটরসাইকেল বহন নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদের আগের ও পরের পাঁচ দিন যাত্রীবাহী নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

বুধবার (৬ জুলাই) বিআইডব্লিউটিএ এ বিধিনিষেধ আরোপ করে। 

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগের ও পরের পাঁচ দিন নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ। অর্থাৎ এই ১০ দিন নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন করা যাবে না।
 
এর আগে গত রোববার (৩ জুলাই) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, ৭ থেকে ১৩ জুলাই এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। এছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড শেয়ারিংও। এই ঘোষণার কয়েক দিনের মাথায় নৌপথেও নিষেধাজ্ঞা আসল।

সর্বশেষ

পাঠকপ্রিয়