করোনা : এবার বাতিল হল জেএসসি-জেডিসি

প্রকাশিত: ১১:১১, ২৭ আগস্ট ২০২০
করোনা : এবার বাতিল হল জেএসসি-জেডিসি

করোনা মহামারীর কারণে এ বছর কেন্দ্রীয়ভাবে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। করোনা সংক্রমণ ঠেকাতে এবার জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈশ্বিক মহামারি (কোভিড-১৯) কারণে কওমি মাদরাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

তাছাড়া গত মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। ওই সময়ে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। এবার স্কুলে বার্ষিক পরীক্ষা নেব।

 

এপি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়