Cvoice24.com

রামগড়ে বিজিবির অর্থায়নে মসজিদ ও গভীর নলকূপ

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৮, ৬ আগস্ট ২০২২
রামগড়ে বিজিবির অর্থায়নে মসজিদ ও গভীর নলকূপ

খাগড়াছড়ির রামগড়ে বিজিবি রামগড় ব্যাটালিয়নের অর্থায়নে দুর্গম পাহাড়ি এলাকায় একটি মসজিদ ও গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। 

শনিবার সকালে এসব উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন অধিনায়ক মেজর মনিরুজ্জামান।  

এর আগে, উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের দুর্গম চান্দপাড়া ঢাকা কলোনী জামে মসজিদের পুনঃ সংস্কার ও  যৌথখামার বাসিন্দাদের পানীয় জলের সমস্যা সমাধানে একটি গভীর নলকূপ নির্মাণ করে বিজিবি।

বিজিবি জানায়, পুরাতন জরাজীর্ণ সমজিদে ইবাদত পালনে স্থানীয় মুসল্লিদের কষ্টের কথা বিবেচনা করে ১ লাখ ৮৭ হাজার ৫৮০ টাকা ব্যয়ে চান্দপাড়া ঢাকাকলোনী জামে মসজিদ এবং ৯১ হাজার ১১০ টাকা ব্যয়ে যৌথ খামার এলাকায় একটি গভীর নলকূপ নির্মাণ করে দেয়া হয়।

ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন অধিনায়ক মেজর মনিরুজ্জামান জানান, এ অঞ্চলের জনসাধারণের আর্থ সামাজিক উন্নয়নে ৪৩ বিজিবি কাজ করে যাচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়