পোস্টার কুড়িয়ে আয়

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫০, ৩১ জানুয়ারি ২০২১
পোস্টার কুড়িয়ে আয়

চসিক নির্বাচন শেষে পোস্টার কুড়িয়ে গাড়ি করে নেয়া যাচ্ছে বিক্রির জন্য। ছবি : সিভয়েস

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নগরজুড়ে টাঙানো হয়েছে লাখো পোস্টার। নির্বাচন শেষে যা হয়ে গেছে নগরের বর্জ্য। এ বর্জ্য অপসারণে কাজ করছে চসিক। এছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশন এসব পরিত্যক্ত পোস্টার দিয়ে খাতা বানিয়ে পথশিশুদের পাঠদানের সুযোগ সৃষ্টি করছে।

পোস্টার কুড়িয়ে নিচ্ছেন মৌসুমী ব্যবসায়ী মো. সফি

একইভাবে পোস্টার কুড়ান মৌসুমী ব্যবসাযী মো. সফি। তিনি নগরের বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত পোস্টার সরিয়ে ভাঙ্গারির দোকানে বিক্রি করেন প্রতি কেজি ৮-১০ টাকায়। এভাবে মৌসুমী কাজের উপার্জনে চলছে তার পরিবার।

নগরের জাকির হোসেন সড়কের ফয়ে’স লেক এলাকা থেকে রবিবার (৩১ জানুয়ারি) ছবিগুলো তোলা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়