স্বেচ্ছাসেবক লীগের সামনে দুটি চ্যালেঞ্জের কথা জানালেন কাদের

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ১৯ জুন ২০২১
স্বেচ্ছাসেবক লীগের সামনে দুটি চ্যালেঞ্জের কথা জানালেন কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হলে স্বেচ্ছাসেবক লীগকে আরও শৃঙ্খল ও সুসংগঠিত করে গড়ে তুলতে হবে। আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ। একটি করোনা মোকাবেলা ও উগ্রসাম্প্রদায়িকতাকে মোকাবেলা করা। শেখ হাসিনার হাত ধরে তার নেতৃত্বে সেচ্ছাসেবক লীগ আরও এগিয়ে যাবে। নামের সাথে তারা কাজের সু-সমন্বয় করে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে।  

শনিবার (১৯ জুন) দুপুর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন, অর্জন ও সাফল্য নিয়ে সারাবিশ্ব আজ প্রশংসা করে, সমীহ করে। কিন্তু দেশের একটি দল এসব উন্নয়ন দেখতে পায় না। বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। তারা পূর্ণিমার ঝলমলে আলোতে আমাবস্যার অন্ধকার দেখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াচ্ছে। দেশের এ উন্নয়ন, এগিয়ে যাওয়া বিএনপির গাত্রদাহের কারণ। তাই তারা দেশকে অকার্যকর করার উদ্দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো প্রায় শেষের পথে। কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, মেট্রোরেল, আন্ডার পাস, ওভার পাস এসব উন্নয়নের কাজ যখন শেষ হবে তখন বিএনপির আর কথা বলার মত কিছু থাকবে না। তাদের কাছে তাদের আমলের এমন একটা দৃশ্যমান উন্নয়ন নেই যা দেখিয়ে তারা জনগণের আস্থা অর্জন করতে পারে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, ‘দিন দিন বিনএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়নের সুফল জনগণ পেতে শুরু করছে। উন্নয়ন ও সমৃদ্ধির এই ইতিবাচক ধারা বাধাগ্রস্ত করতেই বিএনপি এবং তাদের দোসররা আদাজল খেয়ে মাঠে নেমেছে।’

আজ শনিবার (১৯ জুন) বেলা ১১টার দিকে নগরের লালখানবাজার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করছেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এইচ এম জিয়াউদ্দিন।

সর্বশেষ

পাঠকপ্রিয়