Cvoice24.com

সিডিএর নয়া চেয়ারম্যান নিয়ে ‘জলঘোলা’

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১, ২২ এপ্রিল ২০২৪
সিডিএর নয়া চেয়ারম্যান নিয়ে ‘জলঘোলা’

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে অভিনন্দন বার্তায় ভাসানো হয়েছিল ঈদের আগে। ঈদ ও নববর্ষের লম্বা ছুটিতে তা হাওয়ায় মিলিয়ে যায়! ফের চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছকে ভাসানো হয় শুভেচ্ছার সাগরে। এখন পর্যন্ত নানাজনের নাম এলেও মুক্তিযোদ্ধা ইউনুছেই ‘স্থিত’ সবাই। এর মধ্যে ‘ভুয়া’ নিয়োগ প্রজ্ঞাপন ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের চেয়ার ছাড়ার দুদিন আগে এমন ‘জলঘোলা খেলা’ চলছে নতুন চেয়ারম্যানকে ঘিরে। 

যদিও বড় ধরনের কোনো ‘তদবিরে’ পরিবর্তন না এলে মুক্তিযোদ্ধা ইউনুছই বসছেন সিডিএ চেয়ারম্যানের চেয়ারে— এটি অনেকটা নিশ্চিত হওয়া গেছে নানা মাধ্যমে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন কিংবা ঘোষণা আসেনি। তবে সিডিএ-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা ইউনুছের পরবর্তী সিডিএ চেয়ারম্যান হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন।

গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত একটি ‘প্রজ্ঞাপন’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে সোমবার (২২ এপ্রিল)। ১৭ এপ্রিলে সই দেখানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে ০৩ (তিন) বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োজিত জনাব এম. জহিরুল আলম দোভাষ-এর চুক্তির মেয়াদ আগামী ২৪/০৪/২০১৪ তারিখ শেষ হবে।

এমতাবস্থায়, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জনাব মোহাম্মদ ইউনুছ, সদস্য, জাতীয় কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ-কে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এ প্রসঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান সিভয়েস২৪কে বলেন, ‘এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় থেকে গত ১৭ তারিখ প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে এখনো কোনো সিদ্ধান্ত আমাদের কাছে আসেনি।’

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসও বিষয়টি সিভয়েস২৪কে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে কোনো চিঠি এখনো আসেনি। চিঠি আসলে আপনারাও নিশ্চিত হবেন।’

এদিকে সিডিএ চেয়ারম্যানের পদ নিয়ে কারা জলঘোলা করছেন তা নিয়ে মন্তব্য না করলেও এসবে বিব্রত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। সিভয়েস২৪কে সোমবার সন্ধ্যায় তিনি বলেন, ‘কোনো মহল থেকে আমাকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এসব ছড়ানো হচ্ছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চিঠিপত্র ছড়ানো হচ্ছে তা সঠিক নয় বলে উল্লেখ করে চট্টগ্রামের মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ বলেন, ‘সিডিএ চেয়ারম্যানের পদে কে বসবেন, তা সরকারের তরফ থেকে সিদ্ধান্ত হবে। এ সংক্রান্ত সরকারের তরফ থেকেই আমার কাছে, সিডিএর কাছে চিঠি আসবে। তখনই আমি বলতে পারবো আমি সিডিএর চেয়ারম্যান কিনা। সরকারি গোপন কোনো কিছু এর আগে জনসম্মুখে আসার কথা না।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: