নারী নির্যাতন প্রতিরোধ ও ক্ষমতায়ন নিশ্চিতে সমাবেশ কাপ্তাইয়ে 

কাপ্তাই প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৩, ২৫ এপ্রিল ২০২৪
নারী নির্যাতন প্রতিরোধ ও ক্ষমতায়ন নিশ্চিতে সমাবেশ কাপ্তাইয়ে 

রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে গ্রামীণ জনগণকে তথ্য প্রদান ও উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বী, উপজেলা তথ্য আপা তাহমিনা সুলতানা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার প্রমুখ। 

সমাবেশে সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধে করণীয় এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিতে প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়