Cvoice24.com

নতুন ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ 

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ১৭ আগস্ট ২০২৪
নতুন ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ 

নতুন এক ফিচার নিয়ে এসেছে বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। এখন থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বন্ধুদের পাঠানো বার্তার উত্তরে ইমোজির পাশাপাশি স্টিকারও পাঠাতে পারবেন। ‘কাস্টম স্টিকার মেকার’ নামের একটি টুলের মাধ্যমে এই স্টিকার ব্যবহার করা যাবে। যদিও এটি আগের থেকে চালু ছিল। যা এতদিন শুধু আইফোনে ব্যবহার করা যেতো।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, স্মার্টফোনের গ্যালারিতে থাকা যেকোনো ছবির আদলে স্বয়ংক্রিয়ভাবে স্টিকার তৈরি করতে পারে কাস্টম স্টিকার মেকার টুল। ফলে টুলটি কাজে লাগিয়ে চাইলেই হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজেদের চেহারার আদলে স্টিকার ব্যবহারের পাশাপাশি বন্ধুদের পাঠানো বার্তার উত্তরে পছন্দের স্টিকার ব্যবহার করা যাবে।

ছবি দিয়ে স্টিকার বানানোর সময় এডিটিং টুল ব্যবহার করে টেক্সট বসানো, ফোনে থাকা অন্য স্টিকার ও ইমোজিও যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। স্টিকার তৈরির পর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে স্টিকার ট্রেতে যুক্ত হয়ে যাবে। ফলে পরে যেকোনো সময় স্টিকারগুলো ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপের স্টিকার আইকনে ট্যাপ করে জিআইএফ বাটনে ক্লিক করলেই জিফির তৈরি স্টিকারের তালিকা দেখা যাবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: