Cvoice24.com

লামায় জরিমানা গুণলো ১২ ইটভাটা

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৭, ২১ মার্চ ২০২৪
লামায় জরিমানা গুণলো ১২ ইটভাটা

বান্দরবানের লামায় যৌথ অভিযানে পাহাড় কাটার দায়ে ১২টি ইটভাটা থেকে ১৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও এ অভিযোগে মালিকদের নামে ১২টি মামলা দায়ের হয়েছে। পরিবেশ অধিদপ্তর, বান্দরবান থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর চৌধুরীসহ যৌথভাবে অভিযান চালিয়ে পাহাড় কাটার দায়ে এ জরিমানা আদায় করা হয় এবং ইটভাটার মালিকদের নামে মামলা করা হয় ।

জরিমানাকৃত ইটভাটাগুলো হলো- ইউএনবি, এসএবি, ৩বিএম, এমএমবি, ৫বিএম, এসবিডব্লিউ, এফএসি, এফএসি, এম এইচবি, ওয়াইএসবি, ডব্লিউবিএম, ৪বিএম ও ইউএনবি ব্রিক্সস।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর চৌধুরী বলেন, লামায় অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলোতে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১২টি ইটভাটা মালিকদের জরিমানা করা হয়েছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়