Cvoice24.com

বাঁশখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত তিন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫২, ১০ মে ২০২১
বাঁশখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত তিন

ট্রাকের ধাক্কায় খাদে পড়ে যায় সিএনজি অটো রিকশা। এতেই তিনজন নিহত হয়।

বাঁশখালীতে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত ও আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১০ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে সাধনপুর ইউপির বৈলগাঁও দমদমা দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— বান্দরবন নাইক্ষ্যংছড়ি মধ্যম বাইশারী এলাকার মো. হাশেমের পুত্র আব্দুর রহিম (২৫), চকরিয়া ফাঁসিয়াখালী এলাকার মো. আরমানের স্ত্রী সানজিদা করিম (২৩) ও তার কন্যা প্রিয়া মনি (৭)। এ ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মো. আরমান (৩০), আইয়ুব (২৮) জসীম উদ্দীন (২৪)। 

বাঁশখালী রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এস আই রাকিবুল ইসলাম বলেন, ‘সোমবার দুপুরে সাধনপুর বৈলগাঁও দমদমা দিঘীর পাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাটানো হয়েছে।’

বাঁশখালী থানার ডিউটি অফিসার এএসআই জাহাঙ্গীর আলম সিভয়েসকে বলেন, ‌‘বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশার সাথে বাঁশখালীমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ তিনজন নিহত হয়। আহত হয় আরও দুই যাত্রী। ঘটনার পর পরই ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে।’

ট্রাকটি এসএস পাওয়ার প্ল্যান্টের জন্য সিমন্টে নিয়ে গণ্ডামারা যাচ্ছিলো বলে স্থানীয়রা জানিয়েছে। তিনজন নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করছেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ও বাঁশখালী থানার ওসি মো. শফিউল কবির।

সর্বশেষ

পাঠকপ্রিয়