Cvoice24.com

বাঁশখালীতে নিখোঁজ কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চীনা শ্রমিক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১০, ১১ আগস্ট ২০২১
বাঁশখালীতে নিখোঁজ কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চীনা শ্রমিক

বাঁশখালীর গণ্ডামারায় এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রের জি কুইনজেন নামে এক চীনা শ্রমিক নিখোঁজ হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি পাইপ লাইনের কাজ করতে সাগরপাড়ে যান। পরে বেলা সাড়ে ১১টার দিকে দুপুরের বিরতিতে তাকে দেখতে না পেয়ে বিষয়টি জানাজানি হয়।

নিখোঁজ জি কুইনজেন পাইপ বসানোর কাজে নিয়োজিত মাউমিং কোম্পানির উপ-ঠিকাদার সিপিপি কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবার বিরতিতে ওই শ্রমিককে দেখতে না পেয়ে এক নিরাপত্তা কর্মী তাদের ইনচার্জকে জানায়। পরে তিনি দুপুর ২টার দিকে পুলিশ ক্যাম্পে জানালে পুলিশকে সঙ্গে নিয়ে অন্যান্য চীনা শ্রমিকরা তাকে খুঁজতে শুরু করে। তিনি মাছ ধরতে পছন্দ করতেন বলেও জানা গেছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের বরাতে। তারা ধারণা করছেন, তিনি নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছেন।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির সিভয়েসকে বলেন, আমরা এখনো পর্যন্ত নিখোঁজ চীনা শ্রমিকের সন্ধান পাইনি। আমাদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে থানায় একটি নিখোঁজ ডায়েরি হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়