শপথ নিলেন বোয়ালখালীর মেয়র-কাউন্সিলর
সিভয়েস প্রতিবেদক

বোয়ালখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) ১২টার দিকে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান তাদের শপথ পাঠ করান।
অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এরআগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের জহুরুল ইসলাম জহুর। এছাড়া ১ নম্বর ওয়ার্ডে তারেকুল ইসলাম (ব্রিজ), ২নম্বর ওয়ার্ডে সিরাজুল হক, ৩ নম্বর ওয়ার্ডে শেখ আরিফ উদ্দীন জুয়েল, ৪ নম্বর ওয়ার্ডে সুনীল চন্দ্র ঘোষ , ৫ নম্বর ওয়ার্ডে ইসমাইল হোসেন আবু , ৬ নম্বর ওয়ার্ডে মো. নাছের আলি , ৭ নম্বর ওয়ার্ডে মাহমুদুল হক , ৮ নম্বর ওয়ার্ডে মো. পারভেজ , ৯ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম এবং সংরক্ষিত কাউন্সিলর পদে রেবেকা সুলতানা মনি, জোবাইদা বেগম ও শাহনাজ পারভিন নিলু নির্বাচিত হন।
-সিভয়েস/আইএইচ