Cvoice24.com

বোয়ালখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৬, ১৩ এপ্রিল ২০২৩
বোয়ালখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ওই অটোরিকশার চালক মো. জনি (২৪) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার আরাকান সড়কের শাকপুরা রায়খালীর এরিনা কম্পোজিট টেক্সটাইলের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাসটির চালক জাকির হোসেনকে (৩০) আটক করা হয়। তিনি নেত্রকোনার মদন উপজেলার আব্দুল হাশেমের ছেলে।

এছাড়া নিহতরা হলেন— মিরসরাইয়ের বাসিন্দা অঞ্জনা (৪০), ফটিকছড়ি উপজেলার বাসিন্দা সেলিম (৪৫), পটিয়া বৈদ্যপাড়ার বাসিন্দা বাবুল দে (৬০), পটিয়া দোলতপুরের বাসিন্দা আব্দুল করিম (৫৪) এবং কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবুল হাসেমের ছেলে আবু ফয়েজ (২৫)।  তাদের মধ্যে একজন ওই দুর্ঘটনাকবলিত সিএনজির চালক ও বাকিরা যাত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মো. আবু সুফিয়ান বলেন, ‘পটিয়ার বাদামতল থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি কালুরঘাটের দিকে যাচ্ছিল। এসময় ফুলতল থেকে আসা দ্রুতগামী বাসের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সকল যাত্রীর মৃত্যু হয়।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সিভয়েসকে বলেন, ‘বোয়ালখালী আরাকান সড়কের শাকপুরা রায়খালী এলাকার এরিনা কম্পোজিটের সামনে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই অটোরিকশার ৫ যাত্রীর মৃত্যু হয়েছে।নিহত যাত্রীদের মধ্যে একজন নারী ছিলেন। এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন শেষে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন বলেন, ‘সকালে বোয়ালখালী পৌরসভার রায়খালী এলাকায় দ্রুতগামী বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। পরে আহতাবস্থায় ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে ১ জনের মৃত্যু হয়।’

এদিকে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক জানান, বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত ২ জনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আর মো. জনি নামে আহত আরেকজনকে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়