Cvoice24.com

ফটিকছড়িতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৪৭, ১১ সেপ্টেম্বর ২০২১
ফটিকছড়িতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় আখিঁ মনি নামে ৫ বছর বয়সী এক শিশু কন্যা। পরিবারের লোকজন অনেক্ষণ খোঁজাখুঁজির পর একপর্যায়ে দেখতে পায় পুকুরে অর্ধ ডুবন্ত অবস্থায় ভাসছে ওই শিশু। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। 

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের হাফেজ কোম্পানির বাড়ী সংলগ্ন ইসলাম সওদাগরের বাড়ীতে এ ঘটনা ঘটে।

শিশুকন্যা আখিঁ মনি ওই এলাকার আশরাফ আলী প্রকাশ কালুর মেয়ে। 

স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের অন্য সদস্যদের অগোচরে খেলতে গিয়ে ঘরের দক্ষিণের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে অর্ধ ডুবন্ত অবস্থায় দেখতে পায়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আব্দুল মনা এম হাসপাতালে পরে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আখিঁমনির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা আলমগীর নিশান। 

-সিভয়েস/আরটি/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়