Cvoice24.com

ক্ষতিকর রং-কেমিক্যালে তৈরি চিনি, মোড়কে ‘কেয়া’ ব্র্যান্ড

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ১ এপ্রিল ২০২১
ক্ষতিকর রং-কেমিক্যালে তৈরি চিনি, মোড়কে ‘কেয়া’ ব্র্যান্ড

হাটহাজারী পৌরসভার বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেখলেই মনে হবে খাঁটি দেশি ব্রাউন চিনি। চিনির মোড়কে লেখা কোম্পানি নাম। তবে আসল চিনি নয়, ক্ষতিকর রং ও কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে এসব চিনি। হাটহাজারী পৌরসভার চৌধুরী স্টোর থেকে এমনই রং ও কেমিক্যাল মিশ্রিত ১২০ প্যাকেট চিনি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১১টায় পৌরসভার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। 

এসময় আমির গ্রুপের কেয়া ব্রান্ডের ১২০ প্যাকেট ভেজান চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ হাজার টাকা।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‌‘একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করি। এসময় কেয়া ব্র্যান্ডের নামে একটি কোম্পানি সাদা চিনিকে রং ও কেমিক্যাল দিয়ে ব্রাউন কালার করে আঁখের খাঁটি চিনি বলে বাজারে বিক্রি করছে। রমজানকে সামনে রেখে কিছু অসাধু কোম্পানি এবং ব্যবসায়ী এ ধরনের ভেজাল পণ্য বাজারজাত করার জন্য সক্রিয় থাকে।’

-সিভয়েস/এইচবি

সর্বশেষ

পাঠকপ্রিয়