Cvoice24.com

মাছের আড়ালে ইয়াবা পাচার, র‍্যাবের হাতে ধরা  

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৫, ৮ জুলাই ২০২১
মাছের আড়ালে ইয়াবা পাচার, র‍্যাবের হাতে ধরা  

কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল একটি মাছ ভর্তি কাভার্ডভ্যান। তবে গাড়িতে শুধু মাছ নয়; তার আড়ালে পাচার হচ্ছিল মাদকও। এ খবর পেয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আনুমানিক ২ কোটি টাকার মূল্যের ৪০ হাজার ইয়াবা। 

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সোয়া ৬টায় উপজেলার দক্ষিণ শিকলবাহা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন— কাভার্ডভ্যানের ড্রাইভার মো. জাহাঙ্গীর (২২) ও হেলপার মো. আজিজুল হক।  

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ‌কঠোর লকডাউনে এসব কার্ভ্যাডভ্যান করে জরুরি পণ্য পরিবহনের আড়ালে মাদক পাচার করে আসছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের দেখানো বসার সিটের নিচ থেকে ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া, মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও (চট্ট মেট্টো-ট-১১-৪৩৭১) জব্দ করা হয়। 

আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

-সিভয়েস/এইচবি

সর্বশেষ

পাঠকপ্রিয়