Cvoice24.com

স্বাস্থ্যবিধি না মানায় লোহাগাড়ায় ১৩ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৫, ৮ এপ্রিল ২০২১
স্বাস্থ্যবিধি না মানায় লোহাগাড়ায় ১৩ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফাইল ছবি

লোহাগায় লকডাউনের ৪র্থ দিনে মুখে মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১৯ জনকে ৪ হাজার ৬শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় লোহাগাড়া বটতলি মোটর স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, ভূমি অফিসের নয়ন দাশ ও থানা পুলিশের একটি টিম।

এসময় মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি না মানায় ১৯ জনকে মোট ৪ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘‌উপজেলার বটতলি মোটর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ২৪ ধারামতে ১৯ জনকে জরিমানা করা হয়েছে।’ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়