আবরার হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৪৮, ৯ অক্টোবর ২০১৯
আবরার হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তির প্রতিবাদের কারণে ছাত্রলীগের হাতে নির্মমভাবে খুন হওয়া বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফরহাদ হত্যার বিচারের দাবিতে মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বুধবার (৯ অক্টোবর) সকালে চবি ষোলশহর স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল কাইয়ুমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি সমাবেশে রূপ নেয়।

সমাবেশে আবদুল কাইয়ুম বলেন, একের পর এক দেশবিরোধী চুক্তির করার উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী রাখা হয়েছে।

বক্তারা অবিলম্বে আবরারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সকল দেশবিরোধী চুক্তি বাতিল এবং খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।

এতে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সহ-সভাপতি আলাউদ্দিন মহসিন, মনোয়ার, যুগ্ম সম্পাদক মং মাচিং মারমা, ইমন, সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম, রাশেদুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কে ইসলাম ফাহিম, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম, মিরাজ প্রমুখ।

সিভয়েস/এএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়