হেফাজত কর্মীদের ছিনিয়ে নেওয়া পুলিশের গুলি-পিস্তল মিললো জঙ্গলে 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ৭ জুন ২০২১
হেফাজত কর্মীদের ছিনিয়ে নেওয়া পুলিশের গুলি-পিস্তল মিললো জঙ্গলে 

প্রতীকী ছবি

পুলিশের কাছ থেকে হেফাজতের নেতাকর্মীদের কেড়ে নেওয়া পিস্তল ও ১৬ রাউন্ড গুলি মিললো হাটাহাজারীর পরিত্যক্ত একটি জঙ্গলে। প্রায় আড়াই মাস পর এসবের সন্ধান পেল পুলিশ। 

রবিবার বিকালে হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ড মিরের খিল গ্রামের একটি বাড়ির পেছনে জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬ রাউন্ড গুলি ও পিস্তলটি উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন।
 
এরআগে গত ২৬ মার্চ স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও মাদ্রাসা ছাত্রদের সহিংসতার ঘটনা ঘটে। এতে চারজন পুলিশের গুলিতে নিহত হয়। হেফাজতের নেতাকর্মীরা থানা ভবন, সহকারী কমিশনার (ভূমি) অফিস এবং ডাকবাংলোয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তিন দিন ধরে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রাখে।

এসময় হেফাজতের কর্মীরা  এএসপি (শিক্ষানবিশ) প্রবীর ফারাবীসহ ৪ পুলিশ কর্মকর্তাকে মাদ্রাসার ভেতর নিয়ে অবরোধ করে মারধর করে। তাদের মধ্যে হাটহাজারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউসুফের একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি খোয়া যায়। এই ঘটনায় থানায় মামলা হয়। 

সর্বশেষ

পাঠকপ্রিয়