Cvoice24.com

পটিয়ায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ১৫:১০, ৩১ আগস্ট ২০২১
পটিয়ায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

পটিয়ায় গলায় ফাঁস দিয়ে অমিত মল্লিক (২১) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার (৩১ আগস্ট) পৌরসভার  মুন্সেফবাজার নারী জাগরণ সংস্থার পাশে জসিম টাওয়ারের ২য় তলায় ঘটনা ঘটে।

অমিত গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার রামশীল লখন্ডা গ্রামের অরুন মল্লিকের ছেলে।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম সিভয়েসকে জানান,  পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে জসিম টাওয়ারের ২য় তলায় অমিত মল্লিক নামের একছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন অর্পিতা। বড়বোন  অর্পিতা মল্লিকের সাথে ভাড়া বাসায় থাকতেন অমিত।  প্রতিদিনের মত স্বাভাবিকভাবেই রাতে ভাত খেয়ে ঘুমাতে যায় অমিত। সকালে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি বলে জানান তিনি।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়